★আজ আমরা মাঠে সিভিল ইঞ্জিনিয়ারিং সামগ্রী কিভাবে পরীক্ষা করা যায় তা নিয়ে আলোচনা করব ।
# পাথর পরীক্ষা :
১. ৩/৪" ডাউন সাইজ ঠিক আছে কিনা।
২. ওয়েল গ্রেডেড কিনা অথাং ৬০% হবে
৩/৪" , ৩০% হবে ১/২" এবং ১০% সিংগেল।
৩.বোল্ডার হতে পাথর ভাঙ্গা কিনা ।
৪. সিঙ্গেল থাকবে না পাথর ভাঙ্গা হবে
না ।
৫. কাদা মুক্ত পাথর হতে হবে ।
৬. মরা পাথর থাকবে না ।
৭. এক ঘনফুট পাথরের ওজন ১৬০ পাউন্ড হতে
১৭০ পাউন্ড (৭৩-৭৭ কেজি) হবে।
# বালি পরীক্ষা :
১.শুকনা বালি এক হাতের তালুতে রেখে
অন্য হাতের বৃদ্ধা আঙ্গুলে দিয়ে কয়েকবার
ঘষে হাতের বালি ফেলে দেয়া । যদি
হাতে তালুতে বালি লেগে থাকে তবে
মাটির উপস্থিতি বুঝা যাবে ।
২. কাঁচের গ্লাসে ৪ ভাগের এক ভাগ বালি ও
তিন ভাগ পানি মিশালে যদি ৩০
সেকেন্ডের মধ্য সব বালি নিচে পড়ে যায়
এবং উপরে সচ্ছ পানি থাকে তবে বালি
ভাল ।
৩.বালির স্তপের উপর পানি স্প্রে করলে
কাদা বা জৈব বস্তুর উপস্থিতি বুঝা যায় ।
৪. প্রথমে ৩% সোডিয়াম হাইড্র অক্সিড এর
সলিউশন ও বালি নিয়ে উত্তম রুপে
মিশিয়ে ২৪ ঘণ্টা রেখে সাইট হবে। যদি
পানির রং গাড় হলুদ বণ হয় তবে বালিতে
জৈব পদাথের উপস্থিতি বুঝতে হবে।
# সিমেন্ট পরীক্ষা :
১.এক মুঠ সিমেন্ট দিয়ে পিন্ড বানানো যায়
তবে সিমেন্ট ভাল।
২. সিমেন্ট ব্যাগ দুই আঙ্গুল টুকাইলে যদি
ঠান্ডা অনুভব হয় তাহলে সিমেন্ট ভাল ।
৩. এক গ্লাস পানিতে এক মুঠো সিমেন্ট
ছেড়ে দেই যদি ডুবে যায় তাহলে সিমেন্ট
ভাল।
৪. এক মুষ্টি সিমেন্ট পানির মধ্য ধরি, যদি
কিছুক্ষন মধ্য গরম হয় তবে সিমেন্ট ভাল।
# ইট পরীক্ষা :
১.ভাল ইট ৯ ১/২"গুন ৪ ১/২" গুন ২ ৩/৪" আদর্শ
সাইজের হবে, ধার গুলো তীক্ষ্ণ হবে এবং
সমসত্ত হবে।
২. দুই ইট পরস্পর আঘাত করলে মেটালিক
সাউন্ড হবে।
৩. দুটি ইটের সাহায্যে তি (T) গঠন করে ১.২০
মিটার(৪৮") উপর হতে সমতলও শক্ত ভুমি উপর
ফেলে দিলে যদি না ভাঙ্গে তবে ইট ভাল।
৪. একটি ইট পানিতে ভিজালে তা তার
নিজস্ব ওজনের সবোচ্চ ১৫ % পানি শোষন
করবে ।