ইট ও সিরামিক ইট এর প্রকারভেদ ও চিনার উপায়

১) ১ম শ্রেণীর ইট
২)২য় শ্রেনীর ইট
৩)৩য় শ্রেনীর ইট
৪)ঝামা ইট
৫)পিকেড ইট

১ম শ্রেণীর ইট চিনার উপায়

*ইটের সাইজ এবং রং সমরূপ থাকে
*সর্বএ সমান ভাবে পোড়ানো থাকে
*পরস্পর আঘাত করলে পরিষ্কার ঠন ঠন শব্দ হবে
*কোন চির বা ফাঁক থাকে না
*তিনফুটের উপর থেকে আরেকটির উপর ফেলতে আকারে ফেলে দিলে সহজে ভাঙ্গে না
* পানিতে ডোবালে শোষণ ক্ষমতা ১৫% বেশী হবে না


২য় শ্রেণীর ইট


*এই ইট ১ম শ্রেণীর মতই রং এবং শক্ত কিন্তু সাইজ এবং সেপ কিছুটা অসমান এবং ইটের তলা অমসৃন থাকে

*ইট পড়ানো কিছুটা কম
*শব্দ তীক্ষ্ণ নয়
*ইটের গায়ে ফাটল থাকে
*পানির শোষণ ক্ষমতা ২০% এর চেয়ে বেশী থাকে

৩য় শ্রেণীর ইট

*এই ধরনের ইট পর্যাপ্ত পোড়ানো থাকে না এবং গুনাগুন নিম্নমানের
*সহজে ভেঙ্গে যায়
*ঠন ঠন শব্দ হয় না
*পানির শোষণ ক্ষমতা ২৫% এর চেয়ে বেশী থাকে

ঝামা ইটঃ
অতিরিক্ত চাপে পোড়ানো ইট সাধারনত কালো ও ফাঁপা হয়ে থাকে! এই সকল ইটকে ঝামা ইট বলা হয়

* পিকেড ইটঃইহা সাধারনত বেশী তাপমাএায় পোড়ানো ইট যাহা ১ম শ্রেণীর ঝামা ইটের মধ্যর্বতী পর্যায়ে থাকে এই ধরনের ইটকে পিকেড ইট বলা হয়

পিকেড ইট চিনার উপায়

১ম শ্রেণীর ইটের চেয়ে অধিকমাত্রা পোড়ানো ইট

*১ম শ্রেণীর চেয়ে শক্ত ইট
*তীক্ষ্ণ শব্দ

উপর থেকে ফেললে ভাঙ্গে না

ধারাগুলো আঁকাবাঁকা ও পিঠ গুলো অসমতল
3 minutes agoSent from Mobile
Rimon Rahman
রান্না ঘরের ব্যবস্থাঃ

রান্না ঘরের গরম বাতাস ও কালো ধোয়া বাহির হওয়ার জন্য ব্যবস্থা রাখতে হবে


বাড়ির ছাদের ব্যবস্থা ঃ

বিল্ডিং -এর ছাদ এমনভাবে তৈরি করতে হবে যেন ছাদ নির্মাণের পর ছাদের বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে

বাড়িতে লিফট বসানোর নিয়মঃ

যে সমস্ত বিল্ডিং ১৫ মিটারের বেশী উঁচু হবে সেই সমস্ত বিল্ডিং -এ অন্ততঃ ২০ পরিবারের জন্য একটি লিফটের ব্যবস্থা করতে হবে
লিফট চলাচল নিচ তালা থেকে উপর তালা পর্যন্ত ব্যবস্থা থাকতে হবে
একটি লিফটে সর্বনিম্ন ক্ষমতা ৬ জন


পানি সরবারহের (ওয়াটার সাপ্লাই) ব্যবস্থাঃ

ভবন (বিল্ডিং-এর ছাদে ওভারহেড ট্যাংক ১৮০০ লিটার পানি ধারন ক্ষমতা থাকতে হবে এবং সাথে পাম্পসহ আন্ডার গ্রাউন্ড পানির ট্যাংক -এর ব্যবস্থা থাকতে হবে


পানি নিষ্কাশন (ড্রেনেজ সিস্টেম) ব্যবস্থা ঃ

পয়ঃনিষ্কাশন (ড্রেনেজ সিস্টেম) ব্যবস্থাঃ

পয়ঃনিষ্কাশন লাইনের সাথে সেপটিক ট্যাংক এবং সোকপিট সার্ভিসের সু-ব্যবস্থা থাকতে হবে


বাড়ির কাঠামো বা স্ট্রাকচারাল ডিজাইন তৈরির পদ্ধতিঃ

R.C.C ফ্রেম, স্টিল ফ্রেম এবং টিম্বার ফ্রেমের ডিজাইন উপযুক্ত লাইসেন্সধারী স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করতে হবে
বিদ্রঃএখানে জেনে রাখা প্রয়োজন যে,ওয়াৈ ফাউন্ডেশন বিল্ডিং চার তলা পর্যন্ত ডিজাইন এবং নির্মান করার অনুমতি রয়েছে

নির্মান সামগ্রী সরবারহ এবং নির্মান কারিগর নিয়োগ ব্যবস্থাঃ
নির্মান কাজ যথাযথ অনুমোদিত মানসম্পন্ন সামগ্রী দ্বারা তৈরি করতে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে! বাড়ির মালিক এবং প্রকৌশলী কর্তৃক দক্ষ ও অভিঙ্গ নির্মান কারিগর নিয়োগ করতে হবে


বাড়ির ফাউন্ডেশন কাজঃ।
প্রত্যেক বিল্ডিং-এর ফাউন্ডেশন ও স্ট্রাকচার ডিজাইন এবং কনষ্ট্রাকশন মাটির উপযুক্ত ভারবহন ক্ষমতা (সেফ বেয়ারিং ক্যাপাসিটি)অনুযারী নির্মান করতে হবে
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url