সদ্য পাশ করা ইঞ্জিনিয়ারের বিভিন্ন ভাইবা বোর্ডে প্রশ্ন গুলো গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে।।। তাদের জন্য আজকের এই পোস্ট

।।
1..প্লাস্টার এর পুরুত্ব বাইরের দেয়ালে 12 মিমি হয়ে থাকে
ভিতরের দেয়ালে 20মিমি হয়ে থাকে।
আর সি সি তল হলে 6 মিমি হয়ে থাকে।।
2..12 মিমি এর জন্য অনুপাত=1:5
20 মিমি এর জন্য=1:5
6 মিমি এর জন্য=1:4
3..প্লাস্টার এর কাজে পানি সিমেন্টের অনুপাত সব্বোর্চ 0.5 পর্যন্ত হতে পারে।
বালি ভিজা থাকলে অনুপাত কম হবে।
4..প্লাস্টার করার ধাপ তিনটি।
,,, পৃষ্টদেশ তৈরীকরন
,,,,,মসলা তৈরীকরন
,,,, মসলা লেপন করা
5.. ফিল্ডে কাজ করার সময় যে box দ্বারা বালি খোয়া পরিমাপ করা হয় তার মাপ হচ্ছে--(35★25★40) সেমি
6..স্টিরাপের দৈর্ঘ নির্নয়ের formula হচ্ছে=2( A+B)+30 cm,,,,AওB হচ্ছে স্টিরাপের খাড়া ও অনুভূমিক দুরত্ব।
7..একটি ঢেউটিনে ঢেউ এর সংখ্যা 10 টি।
8..গ্রেড বিমের নিচের কলামকে শর্ট কলাম বলে।
9.. গ্রেড বিমের উপরের কলামকে লং কলাম বলে।
10..নির্মান স্হলের প্রকৌশল কাজের প্রধান নির্বাহি
কর্মকর্তাকে সাইট ইঞ্জিনিয়ার বলে।।
[ভুল হলে মাফ করবেন]
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url