আসুন আজ একটা R.C.C বীমের কাজে প্রয়োজনীয় মালামালের পরিমাণ হিসাব করি ...!! এর রডের হিসাব নিয়ে অনেকে প্রশ্ন করেছেন... আর একটু ক্লিয়ার করি...


.
.
প্রশ্ন ছিলো,
বীমের সাইজ = 8"×12"
লম্বা = 10'
আর ঢালাই কাজে মালামালের অনুপাত = 1:2:4 আর রড 2 %
.
এবার হিসাব করি,
.
R.C.C বীমের মোট কাজের পরিমান = 1×10'×8"×12"= 6.66 cft.
.
শুষ্ক আয়তন =(6.66×1.50)= 10 cft.
1.5 দ্বারা গুণ করার কারণ হলো ভেজা আয়তনের থেকে শুষ্ক আয়তন 1.5 গুণ বেশী।
.
রডের হিসাব বের করার নিয়ম :
.
(আয়তন×শতকরা হার×রডের একক ওজন)
.
সুতরাং
{10×(2÷100)×222}= 44.40 kg
.
সুতরাং রড প্রয়োজন 44.40 kg
.
.
এখানে,
আয়তন =10 cft
রডের একক ওজন = 2%
সুতরাং (2÷100)
এবং রডের একক ওজন = 222 kg/cft
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url