সাইটে ওয়েষ্টেজ কন্ট্রোল করতে করনীয়ঃ


→→→
→→

১. সাইটে ড্রয়িং ও ডিজাইন ভিওিতে কাজ করতে হবে।
২. সঠিক ভাবে মালামাল রিসিভ ও সংরক্ষণ করতে হবে
৩. কাজের শেষে মালামাল যথাস্হানে গুছিয়ে রাখতে হবে।
৪. FIFO (First in First out) রোল মেনে গোডাউন হতে মালামাল আউট করতে হবে।
৫. আর, সি,সি সারফেজ সমতল হতে হবে।
৬. ব্রিক ওয়াল ও প্লাস্টার এর স্হান অবশ্যই পরিষ্কার থাকতে হবে।
৭. ব্রিক সারফেজ সমতল হতে হবে।
৮. কাটপিছ রড ষ্টোরে রাখতে হবে।
৯. খালি সিমেন্ট বস্তা, রং এর ড্যাম, পিভিসি কাট পিছ ষ্টোর এ রাখতে হবে।
১০. লাইট, ফ্যান বিনা কারনে চালু রাখা যাবে না।
১১. পাম্প চালু করে গোসল না করে ড্যাম ব্যবহার করতে হবে
১২. মিটার রিডিং দেখতে হবে।
১৩. অতিরিক্ত মালামাল ফ্লোরের যেখানে সেখানে রাখা যাবেনা।
১৪. বার সিডিউল করে রড কাটতে হবে।
১৫. মটর তৈরীর সময় সামনে থাকতে হবে।
১৬. প্রতিদিনের মালামালের হিসাব প্রতিদিন করতে হবে।
১৭. সাইটে মালামাল গুছিয়ে রাখতে হবে।
১৮. গোডাউনের নিরাপত্তা থাকতে হবে।
১৯. সঠিক লোকবল দ্বারা কাজ করাতে হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url