যেভাবে হোক শিখুন, শিখতে লজ্জা করবেন না


আপনি মনে করেন ডিপ্লোমা ফাইনাল ইয়ার বা বি.এস.সি. ফাইনাল পড়ছেন...আপনি তেমন কিছু বুঝতে পারছেন পাশ করার কমপর কি করবেন, জব পেতে গেলে আপনাকে কি কি জানতে হবে, কোন কোন বিষয়ে জানা থাকলে ভালো জব পাওয়া যাবে, কোন কোন বিষয়ে ভালো জ্ঞান এবং দক্ষতা থাকলে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়া যাবে সাথে ফুল ফান্ডিং পাওয়া যাবে...আপনি কিচ্ছু জানেন না..কিন্তু আর ২ মাস বা ৩ মাস পর আপনি চাকরী খুঁজতে বের হবেন...!!
.
অন্যদিকে আপনার কলেজ বা ভার্সিটির ই এক ছোট ভাই সে ফার্স্ট ইয়ার থেকে তার ক্যারিয়ারের প্লান তৈরী করে ফেলেছে...সে প্রতিদিন নতুন কিছু জানতে চেষ্ঠা করে কি তার ফিউচার প্লানিং টা আরো দৃঢ় করার জন্য...আপনি যখন ঠংয়ের দোকানে চা আর বন্ধুদের সাথে আড্ডায় মেতে আছেন ঠিক ঐ সময়টায় সে দুই কিলোমিটার পায়ে হেঁটে যোগ দিতে গেছে একটা সেমিনারে...আপনি যখন ফেসবুকে আপনার প্রিয় মানুষ, বন্ধু বান্ধবের সাথে চ্যাটিং এ ব্যস্ত...ঠিক ঐ সময়টায় আপনার সেই ছোট ভাইটা তার বিষয় সম্পর্কিত ভালো জানে এমন এক বড় ভাইয়ের ইনবক্সে ল্জ্জা ভুলে বার বার টেক্সট করছে যদি তার কাছ থেকে কিছু জানা যায়..কিছু শেখা যায় ...!!
.
আপনাকে ঐ ফার্স্ট ইয়ারে পড়া লজ্জাহীন ছোট ভাইটার মতো হতে হবে....আপনাকে আপনার ক্যারিয়ার প্লান ঠিক করতে হবে প্রথমেই...আপনাকে আপনার বন্ধুদের থেকে আপডেট করতে হবে ...পোশাকে না , আপনার ক্যারিয়ার প্লানের ক্ষেত্রে.. আপনার জানার ক্ষেত্রে....!!
আপনাকে এটা মনে রাখতে হবে, আপনি এখন ছাত্র/ছাত্রী...এটা আপনার শেখার সময়...শেখার ক্ষেত্রে কোন লজ্জা বা ইগো রাখা যাবে না...ছোট বা বড় যার কাছ থেকেই পারেন নতুন কিছু জানুন....এই সময়টা আপনি যত শিখে যেতে পারবেন...পরবর্তীতে আপনি তার সুফল ততই ভোগ করতে পারবেন...এই সময়টাকে কাজে লাগান...একদম ঘুমিয়ে কাটানো যাবে না ...নির্ঘুম ররাত কাটান...সময়কে কাজে লাগান...একদিন এর সুফল পাবেন ই..রাত জেগে পড়াশুনা করলে চেহারা একটু খারাপ হবেই...একটু ব্রণ উঠবে...এটা নিয়ে চিন্তার কিছু নেই...যখন নিজে একটা ভালো পজিশন পাবেন...তখন সব ঠিক হয়ে যাবে...!!
.
তাই কিছুদিন আগে যারা নতুন ডিপ্লোমা বা বি.এস.সি শুরু করে তাদের বলবো তোমরা আজকেই তোমাদের ক্যারিয়ার প্লান ঠিক করে ফেলো...নতুন কিছু জানো প্রতিনিয়ত...প্লান অনুযায়ী কাজ করো...নিজেকে যদি ভালো অবস্থানে নিতে না পারো কেউ তোমাকে বিন্দুমাত্র মূল্য দিবে না...হোক সে তোমার ভাই বোন বা প্রিয় মানুষ ...!!
.
.
তুমি তখনই একজন ভালো ছাত্র হবে, "যখন তুমি আগের দিন থেকে আজ নিজেকে একটা নতুন কিছুর সাথে পরিচয় করাতে পারবে.. নতুন কিছু জানতে পারবে...নতুন কিছু শিখতে পারবে...!!!
.
শিখতে থাকো...শিক্ষায় লজ্জা নেই...যেভাবেই হোক শেখো...!!
.
সুফল একদিন পাবেই....
শুভকামনা রইলো...!!

.
.
লেখা : Sopnil
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url