civil students important

‎‎ ১। ফাউন্ডেশন কি?

উত্তরঃ কাঠামোর সর্বনিম্ন অংশকে ভিত্তি বা বুনিয়াদ বা ফাউন্ডেশন বলে?

২। ভিত্তি প্রধানত কয় প্রকার কি কি?

উত্তরঃ ভিত্তি প্রধানত দুই প্রকার। যথাঃ

ক) অগভীর ভিত্তি

খ) গভীর ভিত্তি

৩। কাঠামোর উপ্র ক্রিয়ারত লোডগুলো কি কি?

উত্তরঃ কাঠামোর উপর তিন প্রকার লোড ক্রিয়া করে-

ক) ডেড লোড (Dead load), খ) লাইভ লোড (Live Load), গ) উইন্ড লোড

৪। কোনটি ডেড লোড?

ক) কোঠামোর উপর অস্থঅয়ী ভাবে চাপানো লোড

খ) কাঠামোর নিজস্ব ওজন 

গ) অস্থঅয়ী ও স্থায়ী লোড

উত্তরঃ কাঠামোর নিজস্ব ওজন। 

৫। লাইভ লোড বলতে কি বুঝ?

উত্তরঃ কাঠামোর উপর অস্থঅয়ী ভাবে চাপানো লাডকে লাইভ লোড বলে। 

৬। প্রতি ঘনমিটার dry sand এর ওজন কত?

উত্তরঃ ১৬০০। 

৭। প্রতি ঘনমিটার RCC এর ওজন কোনটি?

উত্তরঃ ২৪০০ কেজি/২২৪০ কেজি/১৯২০ কেজি। 

৮। AISC এর পূর্ন অভিব্যক্তি লেখ।

উত্তরঃ American Institute of Steel Construction

৯। ঢালু ছাদের উন্মুক্ত পার্শ্বে ন্যূনতম বায়ুর চাপ কত ধারা হয়?

উত্তরঃ ৫০ kg/m2

১০। সিমেন্টের ক্ষেত্রে ডেড লোড কত ধরা হয়?

উত্তরঃ ১০৪০ কেজি/ঘনমিটার।
১১। প্রতি ঘনমিটার বিটুমিন এর ওজন কত?

উত্তরঃ ১০৪০ কেজি।

১২। মাটির ভার বহন ক্ষমতার একক কি?

উত্তরঃ কেজি/বর্গমিটার।

১৩। শুকনা এবং দৃঢ়বদ্ধ মোটা বালি বিশিস্ট মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা কত?

উত্তরঃ ৪.৫ কেজি/বর্গ সেন্টিমিটার

১৪। মাটির ভার বহন ক্ষমতা নির্ণয়ের জন্র টেষ্ট সিলিন্ডার পদ্ধাতি কোথায় ব্যবহৃত হয়?

উত্তরঃ কাদা ও বেলে মাটি অনেক গভীর পর্যন্ত বিস্তৃত থাকিলে সে ক্ষেত্রে যেমন: ব্রীজ, টাওয়ার, বাঁধ ইত্যাদি)। 

১৫। টেষ্ট সিলিন্ডার পদ্ধতির জন্য কত ব্যাসের দুইমুখ খোলা ফাঁপা লোহার পাইপ ব্যবহৃত হয়?

উত্তরঃ ১ থেকে ১.৫ মিটার।

১৬। মাট তদন্ত এর পদ্ধতিগুলো কি কি.

উত্তরঃ মাটি তদন্ত এর পদ্ধতি সমূহ- 

১) পরিদর্শন (Inspection) 

২) গর্ত পরীক্ষঅ বা ওপেন প্রায়াল পিট (Test Pit) 

৩) শলাকা পদ্ধতি (Probing) 

৪) ছিদ্র পরীক্ষা (Boring) 

ক) আগর বোরিং (Auger boring)

খ) ওয়াশ বোরিং (Wash boring) 

গ) পারকুশন বোরিং (Percussion boring) 

ঘ) কোর ড্রিলিং (Core Drilling) 

ঙ) টেষ্ট সিলিন্ডার (Test Cylinder) 

৫। জিও ফিজিক্যাল পদ্ধতি (Geo Physical method) 

ক) সিসমিক রিফ্রাকশন (Seismic refraction)

খ) ইলেকট্রক্যাল (Electrical resistivity method)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url