#আর. সি. সি (R.C.C ) কাজ এ যে সকল বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন

                     আর. সি. সি (R.C.C ) কাজ
    
ভবন নির্মাণে আর. সি. সি (R.C.C )
কি? তা আমরা সবাই জানি ।
কিন্তু এ আর. সি. সি (R.C.C ) কাজের গুরুত্বপূর্ণ দিক সমূহ আমরা কয়জনে জানি বা কয়জনে খবর রাখি ?
সামান্য একটু অবহেলার দরুণ ঘটে যেতে পারে ভয়াভহ দুর্ঘটনা আর ঘটতে পারে অনেক প্রাণহানী এবং হতে পারে প্রচুর
অর্থের অপচয় ।
আর সে দিকে লক্ষ রেখে আর. সি. সি (R.C.C ) কাজে যে সকল বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন তানিচে তুলে ধরা হল :
→রড় :
→প্রয়োজনীয় Structural ডিজাইন
অনুসারে রড় বিছানো হয়েছে কিনা
তা যাচাই করা,
→রড়ের লে-আউট সোজা আছে কিনা
তা দেখে নেওয়া,
→রড়ের পুরুত্ব বা ডায়া ঠিক আছে
কিনা তা পরীক্ষা করে নেওয়া,
→রড়ের মধ্যবর্তী গ্যাপ বা দুরত্ব ঠিক
আছে কিনা তা দেখে নেওয়া,
প্রয়োজন বোধে #তিনটি গ্যাপের গড়
মাপ নিয়ে তা ঠিক করতে হবে,
→রড়ের মধ্যবর্তী গ্যাপ বা দুরত্ব কমপক্ষে ১” হতে হবে,
→সঠিক মাপের হুক ও বেন্ডি দেওয়া
হয়েছে কিনা তা যাচাই করে নিতে হবে,
→রড়ের উপর ল্যাপিং দুরত্ব ঠিক আছে কিনা তা দেখে নেওয়া,
→প্রতিটি জিআই (GI) তারের বাধন
যাচাই করে নিতে হবে,
→ব্যবহূত ব্লকগুলোর পুরুত্ব ১:১ (বালু : সিমেন্ট) আছে কিনা তা দেখে
নিতে হবে,
→রড়ে কোন প্রকার মরিচা বা ক্র্যাক
থাকা যাবে না ।
→কাজের পূর্বে করণীয় :
→সকল মালামাল ও যন্ত্রপাতি ঠিকমত আছে কিনা তা পর্যবেক্ষণ করা,
→প্রয়োজনীয় সংখ্যক লেবার ও
মিস্ত্রি মজুদ আছে কিনা তা লক্ষ্য
রাখা,
→ভাইব্রেটর অপারেটরের উপস্থিতি
এবং ভাইব্রেটর মেশিন চালু আছে কিনা তা পরীক্ষা করে নেওয়া,
→যদি রাতে কাজ করতে হয় তাহলে
পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা,
→কোন প্রকার কনসিল্ পাইপের ব্যবহার বাদ পড়েছে কিনা তা খেয়াল করা,
→সকল প্রকার ময়লা, আবর্জনা ও ধুলা-বালু পরিস্কার করা,
→সকল প্রকার কাজের রিপেয়ার
মিস্ত্রি রয়েছে কিনা ।
→সাটারিং বা ফর্মওয়ার্ক :
→সাটারিং এর এলাইনমেন্ট চেক করা,
→সাটারিং এর মালামাল পরিষ্কার করা আছে কিনা,
→Steel এর সাটারিং হলে এর তলায়
তেলের ব্যবহার করা হয়েছে কিনা এবং কাঠেরসাটারিং হলে এর তলায় কোন প্রকার ছিদ্র বা তলা সমান ও স্মুথ
আছে কিনা,
→সাটারিং এর ছিদ্র দিয়ে কোন
প্রকার পানি বের হচ্ছে কিনা তা
পরীক্ষা করা,
→কাজের সময় যাতে সাটারিং নড়ে
না যায় বা ভেঙে না পড়ে কাজের পূর্বে সাটারিং এর সাপোর্ট ঠিক মত দেয়া আছে কিনা তা ভাল ভাবে পরীক্ষা করে নিতে হবে,
→পাতলা টিনের ফিতা বা ময়ুরীদিয়ে কাঠের সাটারের জয়েন্ট বন্ধ করতে হবে এবং ফোম বা জুট টেপ ব্যবহার করতে হবে স্টিলের শাটারের জয়েন্টের ক্ষেএে ।
→ঢালাই চলাকালীন :
→সিলিন্ডার রাখতে হবে তিনটি,
→ঢালাইয়ের সময় সাটারিং ঠিক করার জন্য দুইজন মিস্ত্রি প্রস্তুত থাকবে,
→কংক্রিট ঢালাই ৫ ফুটের বেশি উপর
থেকে না করাই ভালো,
→সঠিকভাবে ভাইব্রেট করতে হবে,
→কংক্রিট এর লেভেল এবং সারফেসের ফিনিশিং সমান্তরাল হতে হবে ।
→ঢালাই পরবর্তী লক্ষণীয় :
→সঠিকমত নির্দীষ্ট সময় ধরে কিউরিং
করা,
→সঠিক নিয়ম মেনে নির্দীষ্ট সময়ের
পরে সাটার খোলা,
→টেস্টে যদি কংক্রিটের মান উপযুক্ত
না আসে তাহলে স্ট্রাকচার ভেঙে আবার নতুন করা উচিত
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url