ভবনের লে-আউট প্রদান : . ১ম পর্ব : .

ভবনের লে-আউট প্রদান :
.
১ম পর্ব :
.
.
ভবনের লে-আউট প্রদান নিয়ে ২ টা পর্ব লিখবো...আজ ১ম পর্বে লিখবো লে-আউট কেন দেওয়া হয় এবং কি কি উপাদান ব্যবহার করা হয়...আর ২য় পর্বে লিখবো একজন প্রকৌশলী কিভাবে লে-আউট কার্য সম্পাদন করেন..!!
.
যেকোন কাজ শুরু করার আগে কাজের একটা রুপরেখা বা লে-আউট প্রদান করা খুবই দরকার...
যেমন ধরুন একজন দর্জি যখন পোষাক তৈরী করে সে কাপড় কাটার আগের তার উপর দাগ কেটে নেয় পরবর্তীতে সে দাগ অনুযায়ী কাপড় কাটে সেলাই করার জন্য....কাপড় কাটার আগে ওই কাপড়ের উপর দাগ দিয়ে নেওয়াকে ওই পোষাকের জন্য লে-আউট দেওয়া বলা হয়...ঠিক তেমনি কাগজে আঁকা ভবনের নকশাকে 
প্রকৃত মাপ জোপের মাধ্যমে জমিতে রুপান্তর করাকে প্রকৌশল ভাষায় লে-আউট বলে..!!
.
ভবনের নকশা কাগজের উপর ছোট স্কেলে আঁকা থাকে...এখানে ড্রয়িং কাগজকে প্রকৃত জমির ছোট সংষ্করণ বলা যেতে পারে...কাগজে আঁকা নকশাটিকে প্রকৃত স্কেলে জমিতে চিহ্নিত করতে হয়...যাতে সহজেই প্রকৃত কলামের সঠিক অবস্থান, নির্মাণাধীন ভবনের অরিয়েন্টেশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভবনটি সীমানার ভিতর আছে কি না তা নির্ণয় করা যায়...!!
.
ভবনের লে-আউট দেওয়ার জন্য আজকাল টোটাল স্টেশনের বহুল ব্যবহার দেখা যাচ্ছে...বাংলাদেশে বেশ কিছু ডিজিটাল সার্ভে কোম্পানী আছে যারা টোটাল স্টেশনের মাধ্যমে নির্ভুলভাবে ভবনের লে-আউট প্রদান করে থাকে...
তারপরও নিচে লে-আউট প্রদানের জন্য প্রয়োজনীয় উপাদানের নাম দিলাম:
.
১. টোটাল স্টেশন বা লেভেল মেশিন।
২. নাইলনের সুতা।
৩. পেরেক ।
৪. হাতুড়ি ।
৫. অস্থায়ী বাঁশের খুঁটি ।
৬. স্থায়ী কংক্রিটের খুঁটি ।
৭. স্টিলের একটি বড় সমকোণী ত্রিভুজ। 
৮. স্টিল টেপ (১০০ ফুটের) ।
৯. মাঝারী সাইজের ওলোন।
.
.
২য় পর্ব আসছে... সাথেই থাকুন.....
Next Post Previous Post
1 Comments
  • Rimonkhan471
    Rimonkhan471 15 December 2017 at 06:59

    gd

Add Comment
comment url