যারা পরিবার থেকে দূরে থেকে পড়াশুনা করো তাদের জন্য..!

যারা পরিবার থেকে দূরে থেকে পড়াশুনা করো তাদের জন্য..!!
.
.
আমি এক পিতাকে চিনি....সে একটা কোম্পানীতে শ্রমিকের কাজ করে....তার বেতন ৯,০০০ টাকা...তার পরিবারে ৫ জন সদস্যের ভিতরে সে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি. ..সে থাকে ৮০০ টাকা ভাড়ার জরাজীর্ণ একটা ঘরে...তার প্রতিদিনের খাবারের রুটিন হলো সকালে ভাতের সাথে মরিচ ভর্তা.. .দুপুরে আলু ভর্তা ডাল..আর রাতে যেকোন একটা সবজি....!!
.
আমি একটা ছেলেকে চিনি....যে প্রতি মাসে পরিবার থেকে ৬০০০ টাকা নেয়...সে টাকা সে থাকার খরচ, বন্ধুদের সাথে আড্ডা আর কলেজের পরীক্ষার ফিস দিয়ে শেষ করে...কিন্তু সে পরীক্ষা এবং ক্লাস কোনটাই ঠিক মতো করে না...তার রেজাল্ট টেনেটুনে পাশ...!!
.
আমি এতো সময় বলছিলাম এক নিন্মবিত্তর পরিবারের বাবা ছেলের গল্প...তার বাবা স্বপ্ন দেখে তার ছেলে একদিন বড় অফিসার হবে...সমাজের উঁচু স্তরের মানুষ হবে....তাকে একদিন সবাই সম্মান করবে...সেদিন সে আর শ্রমিকের কাজ করবে না...সেদিন আর ঝাল ভর্তা দিয়ে খাবে না...সেদিন আর তাকে ৮০০ টাকা ভাড়ার জরাজীর্ণ ঘরে থাকতে হবে না...কত আশা করে বাবা ৯,০০০ টাকা বেতনে চাকরী করে ছেলেকে ৬০০০ টকা দিচ্ছে তাকে যেন সারাজীবন এমন শ্রমিকের কাজ না করতে হয়...সে একটাদিন কষ্ট ছাড়া পার করার স্বপ্ন দেখে....!!
.
কিন্তু যে ছেলেকে সে মরিচ ভর্তা খেয়ে টাকাগুলো দিচ্ছে....শুধু তার স্বপ্নটার জন্য..তার ছেলেটাকে যেন তার মত শ্রমিকের কাজ করতে না হয়..সে যেন একটা দিনের জন্য হলেও কষ্ট ছাড়া থাকতে পারে...
সে ছেলে কি বিন্দুমাত্র তার বাবার স্বপ্নের কথা ভাবছে...সে কি স্বপ্নটা পূরনের জন্য কোন কাজ করছে....!!
.
যেদিন ওই বাবা জানবে ,যে ছেলের জন্য সে বছরের পর পর বছর মরিচ ভর্তা খেয়ে , রোদে পুড়ে বৃৃষ্টিতে ভিজে রক্ত পানি করা টাকা দিয়েছে, দিনের পর দিন বুকে অনেক স্বপ্ন লালন করেছে...সে ছেলে পড়ার নামে শুধু কলেজ/ভার্সিটি থেকে নামের একটা সার্টিফিকেট পেয়েছে...সে সার্টিফিকেট দিয়ে আসলে কোন চাকরী পাওয়া সম্ভব না...শুধু নামের পাশে একটা ট্যাগ লাগানো সম্ভব...!!
.
তখন ওই বাবার কি অবস্থা হবে ভেবে দেখেছেন কখনো.!
.
আমরা যারা পড়াশুনা করি...আমাদের স্বপ্নের কথা বাদ দিলাম...আমাদের পিছনে অনেকগুলো মানুষ দিনের পর দিন আমাদের নিয়ে স্বপ্ন দেখে যায়...তারা তাদের রক্ত পানি করা টাকা আমাদের পিছনে ব্যয় করে যায়...বিনিময়ে তারা কিচ্ছু চায় না...শুধু চায়...তার সন্তানটা যেন ভালো থাকে...তার সন্তানকে যেন তার মতো জীবনযাপন করতে না হয়...!!
.
আপনার বাবা/মা ফোন দিয়ে টাকার কথা বলার সাথে একটা কথা বলেই শেষ করে, "কয় তারিখের ভিতর লাগবে.? "
তুমি টেনশন করো না,পেয়ে যাবা টাকা সময়মত ,তুমি মন দিয়ে পড়ো"
.
কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, টাকাগুলো কিভাবে আসে.?
আমরা কি কখনো ভাবি, আমার স্বপ্নের বীজ বুনার জন্য দিনের পর দিন আমার পিছনে কতজন তাদের প্রতিদিনের সুখ বিসর্জন দিচ্ছে...?"
.
প্রশ্ন রইলো আপনার বিবেকের কাছে..ভেবে দেখবেন...
.
আমি সবার কাছে অনুরোধ করবো, আপনার পিছনে আপনাকে নিয়ে যারা দিনের পর দিন স্বপ্ন দেখে যাচ্ছে...যারা দিনের পর দিন নিজেদের সুখ বিসর্জন দিচ্ছে..যারা শুধু আপনার সুখের কথাই ভেবে যাচ্ছে দিনের পর দিন... .তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না...তাদের স্বপ্নটা ভেঙ্গে চুরমার করে দেবেন না প্লীজ..!!
আজ হয়তো বুঝতে পারছেন না...কিন্তু একদিন ঠিকই বুঝতে পারবেন...তখন অনেক দেরী হয়ে যাবে...অনেক দেরী....সেদিন আর কোন কিছু করার থাকবে না..নিজেকে ক্ষমা করতে পারবেন না তখন.....তখন শুধু আফসোস আর আর দীর্ঘশ্বাস বুকে নিয়ে বাঁচতে হবে...কিন্তু এইদুটো নিয়ে সারাজীবন বেঁচে থাকা অনেক কষ্টের..অনেক যন্ত্রনার....!!!
.
আপনার জন্য না হোক, 
আপনার পিছনের মানুষগুলোর জন্য আজ থেকে যুদ্ধে নেমে পড়ুন...স্বপ্ন পূরনের যুদ্ধে....তাদের মুখে হাসি ফুটানোর যুদ্ধে...!!
.
আপনি আপনার জায়গা থেকে নিজেকে সৎ রেখে সর্বোচ্চ চেষ্টা করেন আল্লাহ্ আপনার সহায় হবেন ইন-শাহ-আল্লাহ্ ...!!
.
আপনার প্রিয়মানুষগুলোর মুুখে হাসি ফুটানোর গল্প শোনার অপেক্ষায় রইলাম...!!
.
অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং শুভকামনা ...!!!
.
.
.
লেখা : Sopnil
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url