কনভার্ট করার সহজ পদ্ধতি


১.ইঞ্চিকে ফুটে প্রকাশ করার জন্য ১২ দ্বারা ভাগ করবেন। যেমন ২/১২=.১৭"।
২. ইঞ্চিকে ৮ দ্বারা গুন করলে সুতায় এবং সুতাকে ৮ দ্বারা ভাগ করলে ইঞ্চি পাওয়া যাবে।যেমন . ৬২৫"X৮=৫ সুতা।
৩.ইঞ্চিকে ২.৫৪ দ্বারা গুন করলে সে.মি. পাওয়া যাবে।আবার সে.মি. কে ১০ দ্বারা গুন করলে মিলিমিটার পাবেন।যেমন:- ৫"X২.৫৪=১২.৭সে.মি.=১২.৭সে.মি.X১০=১২৭ মিলিমিটার।বিঃদ্রঃ সুতা এবং মি.মি. ক্ষেত্রে একটু ভিন্নতা আছে।
৪.মিলিমিটার কে ০.০৪ দ্বারা গুন করলে সে.মি. ; সে.মি. কে ০.৪ দ্বারা গুন করলে ইঞ্চি পাওয়া যাবে।
যেমন:- ১০০ মি.মি.X০.০৪=৪ সে.মি.=৪সে.মি.X০.৪=১.৬"
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url