যারা ডিপ্লোমা ইন পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ পড়ছেন লেখাটা তাদের জন্য....!!


.
গতকাল একজন রিকোয়েস্ট করেছিলো পাওয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে যেন কিছু লিখি... তাই লিখে ফেললাম...!!
.
.
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন পাওয়ার ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণদের বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ আছে....বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে অনেক পাওয়ার ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়.... সরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেও তাদের নিয়োগ দেওয়া হয়....অটোমোবাইল সেক্টরেও পাওয়ার ডিপ্লোমাধারীদের অনেক সুযোগ আছে...দেশে অনেক সিএনজি ফিলিং স্টেশন আছে....প্রত্যেক সিএনজি ফিলিং স্টেশনে কমপক্ষে একজন করে ডিপ্লোমা ইন পাওয়ার ইঞ্জিনিয়ারিং পাস করা প্রকৌশলীর প্রয়োজন হয়....একজন ডিপ্লোমা ইন পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পাস করা শিক্ষার্থী নিজেকে উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত করতে পারেন....বিভিন্ন ব্যাংক সহজ শর্তে ঋণ দেয়...তাদের থেকে ঋণ নিয়ে অটোমোবাইল শপ করতে পারেন... দেশে প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বাড়ছে...শুধু ঢাকা শহরেই নয়, গ্রামাঞ্চলেও বাড়ছে গাড়ির সংখ্যা....এসব পরিবহনের কারিগরি বিষয় দেখাশোনার জন্য পাওয়ার ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হয়....পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটি বিভাগ হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং...রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক চাহিদা রয়েয়ে পাওয়ার ডিপ্লোমাধারীর... এসব পণ্য সার্ভিসিংয়ের জন্যও পাওয়ার ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হয়... শুধু দেশেই নয়, দেশের বাইরেও কাজের প্রচুর ক্ষেত্র রয়েছে..!!
.
একজন শিক্ষার্থী তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি নিজেদের কারিগরি দক্ষতা যত বাড়াতে পারবেন, এ খাতে তত ভালো করা সম্ভব...নিজের দক্ষতা ও যোগ্যতা থাকলে কাজের অভাব হবে না....সরকারি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে বর্তমান বেতন স্কেলে দশম গ্রেডে বেতন পাওয়া যাবে...বেসরকারিতে প্রতিষ্ঠানভেদে বেতন ভিন্ন হয়...!!
.
মন দিয়ে পড়ে যান...শিখে যান...!!
শুভকামনা রইলো..!!
.

.
লেখা : Sopnil
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url