সম্পর্ক গড়ে তুলুন :


.
ক্যারিয়ার বা চাকরীর ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ...এটা অনেকটা আপনার সামর্থ্যের উপর নির্ভর করে...আপনি কি জানেন, বর্তমানে শতকরা ৫০% এর বেশী চাকরী হয় জানা শোনা এবং সম্পর্কের মাধ্যমে (প্রাইভেট চাকরী, ব্যক্তিগত মতামত)...!!
আমার কানাডার চাকরীটা সম্পর্কের মাধ্যমেই হয়েছিলো..!!
.
সম্পর্কটা একটা জাল,যার জাল যত বড় তার জন্য জায়গা ততটা বিস্তৃত..আপনার সম্পর্কের জাল বিস্তৃত করুন...যদি সেটি বিস্তৃত হয় তার মাধ্যমে আপনি নতুন নতুন ধারণা পাবেন এবং ক্যারিয়ারে নতুন দ্বার উন্মোচিত হবে...তাই মানুষের সাথে যোগাযোগ বাড়াতে হবে...তাদের কাছে কোন কাজ না থাকলেও তাদের খোঁজ নিতে হবে...কেমন আছেন.?...কী করেন.? ব্লা ব্লা..নিজের পজেটিভ দিকটা তাদের কাছে ফোকাস করুন..আপনার নিজের সম্পর্কে তাদের মাথায় একটা পজেটিভ ইম্প্রেশন তৈরী করতে থাকুন... .যেন তাদের কাছে কোন ভালো সুযোগ আসলে আগে আপনার কথা ভাবে...!!!
.
সম্পর্কের জাল বিস্তৃত করুন... 
শুভকামনা রইলো..!!!

.
.
লেখা : Sopnil
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url