যে ৮টি কারণে আপনি এখনও সফলতা পাচ্ছেন না!
১। অলসতাঃ আপনি জানেন কি
আপনাকে করতে হবে?কিন্তু সে
কাজ শুরু না করে অন্য কোন
দিনের জন্য রেখে
দিয়েছেন,শুধুমাত
২। ভয়ঃ মনে রাখবেন ভয় আপনার
সবচেয়ে বড় শত্রু, নিজের
যোগ্যতার উপর পূর্ন বিশ্বাস রাখুন!
৩। নেগেটিভ চিন্তাঃ খেয়াল
করে দেখুন যেকোনো কাজ শুরুর
আগে নেগেটিভ চিন্তা আপনাকে
সে কাজ থেকে অনেক দূর সরিয়ে
দেয়!
৪। লক্ষ্যহীন কাজ করাঃ লক্ষ্য
নির্ধারণ না করে কোন কাজ শুরু
করবেন না! লক্ষ্য আপনাকে
কাজের পরিপূর্ণতা আর অর্জনের
আনন্দ উপভোগ করায়!
৫ অতিরিক্ত চিন্তাঃ প্রত্যেকটা
কাজের সঠিক সময় আছে
অতিরিক্ত চিন্তা আপানকে সঠিক
সময়ে সটিক সিদ্ধান্ত নিতে বাঁধা
দেয়!
৬। Social media আসক্তিঃ Social
media আসক্তি আপনার
প্রতিদিনের কর্মক্ষমতা কমিয়ে
দিচ্ছে যার ফলে দিনের ষেষে
আপনি হতাস হয়ে পড়ছেন!
৭। আগ্রহ না থাকাঃ কাজে আগ্রহ
যদি না থাকে সে কাজে কখনই
বলার মত কিছু হবে না!
৮। আত্মবিশ্বাস না থাকাঃ
আত্মবিশ্বাস নিজের মধ্যে এমন
একটা শক্তি যা না থাকলে আপনি
সামনে এগোতে পারবেন না!